Udayan Uchcha Madhyamik Bidyalaya

University Of Dhaka

শিওরক্যাশে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি প্রদান করা যায় ।

বিস্তারিত জানতে নিমোক্ত গাইডলাইন অনুসরন করুন ।

১। আপনার নিজস্ব ওয়ালেট অথবা আপনার নিকটস্থ শিওরক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে টিউশন ফি প্রদান করতে পারবেন।
২। মোট টিউশন ফি এর পরিমানের সাথে শিওরক্যাশের সার্ভিস চার্জ যুক্ত হবে ।
৩। ফি প্রদান করার জন্য নিমোক্ত বিদ্যালয় কোড / মার্চেন্ট কোড ব্যবহার করতে হবে ।
স্কুল শাখার জন্য uumb এবং কলেজ শাখার জন্য uumbi মার্চেন্ট কোড দেওয়ার পর শিক্ষার্থীর আইডি নাম্বার দিতে হবে।
ইতিমধ্যে আইডি নাম্বার শিওরক্যাশ হতে মেসেজ এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে শিক্ষার্থীর আইডি নাম্বার প্রয়োজনে শ্রেণি শিক্ষক নিকট হতে সংগ্রহ করা যাবে ।
৪। প্রতিটি পেমেন্টের পর আপনার মোবাইল এ মেসেজ এর মাধ্যমে পেমেন্ট সফল হওয়া নিশ্চিত করা হবে।বিদ্যালয়ের ডাটাবেজে তথ্য সংরক্ষিত থাকবে। অভিভাবকগন নিজস্ব মোবাইল ওয়ালেট থাকলে *495# ডায়াল করে নিম্নের ছবির নির্দেশনা মোতাবেক ফি প্রদান করতে পারবেন।
এবং খুব সহজেই গুগল প্লে স্টোর হতে রুপালী ব্যাংক শিওরক্যাশ অ্যাপস ডাউনলোড করে ফি প্রদান করতে পারবেন।
৫। যদি আপনি নিজের মোবাইল দিয়ে টিউশন ফি দিতে ইচ্ছুক তাহলে শিওরক্যাশ ওয়ালেট ওপেন করার জন্য নিকটস্থ এজেন্ট পয়েন্টে যোগাযোগ করুন(এক কপি ছবি ও এনআইডি সহ)

Payment Procedure for Surecash

Designed by: ICT Department, Udayan Uchcha Madhyamik Bidyalaya
University of Dhaka.